Spread the love

পৃথিবীতে অজানা অনেক তথ্য রয়েছে যেগুলো সম্পর্কে আমরা সবাই অবগত নই এবং এমন অনেক ঘটনা ঘটে যা শুনে আমরা অবাক হই। এই ধারা ক্রমাগত চলতেই থাকবে। আজ আমরা জানা অজানা অদ্ভুত ও চমৎকার কিছু বিষয় সম্পর্কে জানব।

  • মানুষের মস্তিষ্কে রয়েছে ১৩০০ কোটি কন্ট্রোল বাটন। এর প্রতিটি বাটনের যেকোনো একটি দায়িত্ব রয়েছে।
  • হলুদ রঙ অন্য যে কোনো রঙের চেয়ে ১.২৪ গুণ দ্রুত চোখে পড়ে এজন্য স্কুলবাসের রঙ হলুদ হয়।
  • পৃথিবীর মধ্যে সর্বাধিক নিরাপদ শহর হলো জাপানের রাজধানী ‘টোকিও’। সেখানে ৬-৭ বছরের একটি শিশুও নিরাপদে গণপরিবহনে উঠে একাই ভ্রমন করতে পারবে।
  • জাপানের কিছু রেস্তোরায় বানর ওয়েটার হিসেবে কাজ করে আর তারা মাসিক বেতন হিসেবে নেয় কলা।
  • জার্মানির বিশ্ববিখ্যাত ব্রান্ড অ্যাডিডাস ও পুমার প্রতিষ্ঠাতা হলেন সহদোর দুই ভাই।

  • রাতে বাঘের দৃষ্টিশক্তি মানুষের তুলনায় ৬ গুণ প্রখর হয়।
  • ‘টিটোনি পাখি’ কখনোই গাছে বসেনা।
  • গুগলে কর্মরত অবস্থায় কোনো ব্যক্তি মারা গেলে দশ বছর পর্যন্ত তাঁর স্বামী বা স্ত্রীকে তাঁর উপার্জনের অর্ধেক প্রদান করা হয় এবং ১৯ বছর না হওয়া পর্যন্ত সন্তানেরা প্রতি মাসে ১০০০ ডলার পেয়ে থাকেন।
  • নরওয়ে বিশ্বের যেকোনো দেশ থেকে আগত ছাত্র-ছত্রীদেরকে সেই দেশের বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে অধ্যায়ন করার সুযোগ করে দেয়।
  • উট পাখির পা এতটাই শক্তিশালী হতে পারে যে, তার পায়ের আঘাতে একটা সিংহের মৃত্যু পর্যন্ত হতে পারে।
  • পৃথিবীতে পান্না এমন একটি রত্ন যা হীরা থেকে ২০ গুণ দুর্লভ। তাই স্বাভাবিকভাবে এর দাম অনেক বেশি হয়।
  • মানুষের ডান কান কথা শুনার জন্য এবং বাম কান সংগীত শোনার জন্য অধিক কার্যকর।

  • বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ‘অ্যালবার্ট আইনস্টাইন’ অস্ত্রোপাচার না করে সেচ্চায় মৃর্ত্যুকে বরণ করে ছিলেন।
  • অস্ট্রেলিয়া দেশটিতে প্রায় ১২হাজার সমুদ্র সৈকত রয়েছে। এই সৈকতগুলো প্রতিদিন একটি করে দেখলে একজন মানুষের কমপক্ষে ৩২ বছর সময় লাগবে।
  • প্রতি বছর বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ ধনী ব্যক্তি যে পরিমাণ টাকা আয় করে, তাদের সেই আয়ের টাকা দিয়ে বিশ্বের সকল দরিদ্রতা চারবার শেষ করা সম্ভব।
  • আমরা যে রক্ত দান করি তা মজুত করে রাখা যায় ২১ দিন পর্যন্ত।
  • নোকিয়া মোবাইল কোম্পানির যাত্রা শুরু হয় ফিনল্যান্ডের নোকিয়া নামক শহর থেকে।
  • চীনের উইই পর্বতে এক ধরণের চা-পাতার চাষ হয় যার প্রতি কেজির মুল্য ১.২ মিলিয়ন ডলার।

  • পৃথিবী সবচেয়ে বড় ফুলের বাগান ‘Miracle Garden’ দুবাইয়ে অবস্থিত। এই বাগানে প্রায় ৫ কোটি ফুলের গাছ এবং প্রায় ২৫ কোটি অন্যান্য গাছ রয়েছে।
  • আপেলের বীজে এমিগডালিন নামক এক প্রকার বিষাক্ত পদার্থ থাকে। যদি কোনো ব্যক্তি একসাথে ১৫০ টির মত আপেলের বীজ খেয়ে ফেলে তাহলে সে বিষক্রিয়ায় মারা যেতে পারে।
  • পৃথিবীর প্রায় ১১ শতাংশ মানুষ তাদের বাম হাত ব্যবহার করে লিখে থকে।
  • গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ মানুষের উচ্চতা তার পিতার মত হয় আর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা, চিন্তা- বুদ্ধি তার মায়ের মত হয়ে থাকে।
  • পৃথিবীর ৮৫ শতাংশ উদ্ভিদ রয়েছে সমুদ্রের তলদেশে।

  • বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খায় সুইজারল্যান্ডের মানুষ। তারা গড়ে বছরে ১০ কেজি চকলেট খেয়ে থাকে।
  • বিশ্বের ৯০ শতাংশ মানুষই ১৮ বছরের আগে নেশার কবলে পরে। নেশার জগতে প্রবেশের সবচাইতে বড় কারণ হলো ডিপ্রেশন।
  • মানুষের শরীরের শিরা-উপশিরাগুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে ৬০ হাজার মাইল লম্বা করা যাবে।
  • আমরা কোনো কিছু স্পর্শ করলে, তখন তথ্যটি ঘণ্টায় ১২৪ মাইল বেগে আমাদের মস্তিষ্কে পৌঁছে।
  • বিশ্বে ৭০ ভাগ জুড়ে রয়েছে সমুদ্র, এর ৯৫ শতাংশ এখনো আমাদের জানার বাইরে।
  • প্রতি বছর পৃথিবীতে ১০ লাখের বেশি ভূমিকম্প হয়। এর বেশিরভাগই আমরা টের পাই না। তবে রিখটার স্কেলে ঠিকই তা ধরা পড়ে।
  • ডান পাশের ফুসফুস বাম পাশের তুলনায় বেশি বাতাস গ্রহণ করে।

  • চিংড়ি মাছের নার্ভাস সিস্টেম থাকে তলপেটে, মস্তিষ্ক থাকে গলায়, কিডনি থাকে মাথায় এবং দাঁত থাকে পাকস্থলীতে, পায়ের সাহায্যে শোনে এবং স্বাদ গ্রহণ করে।
  • google এর সার্চ বক্সে My Location লিখে সার্চ করলে এখন আপনি কোথায় আছেন তা সহজে জানতে পারবেন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব মেডিসিন এর গবেষণা অনুযায়ী, প্রেসক্রিপশনে ডাক্তারের হাতের লেখা না বুঝে ভুল ঔষধ খাওয়ার কারণে প্রতি বছর পৃথিবীতে অন্তত ৭০০০ ( সাত হাজার ) রোগী মারা যায়।
  • যারা রাতে ছয় ঘণ্টার চেয়ে কম ঘুমান, তারা অন্যদের তুলনায় তিনগুণ বেশি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকেন।
  • যে নারীরা রাতে ৪ ঘণ্টার চেয়েও কম ঘুমান, অন্যদের তুলনায় তাদের হৃদরোগে মারা যাওয়ার আশঙ্কা দ্বিগুণ।
  • মানুষের নাক ৫০,০০০ এর কাছাকাছি সুবাস আলাদা করে সনাক্ত করতে পারে।

  • ভারতীয় গৃহবধুরা বিশ্বে ১১ শতাংশ সোনা গয়না হিসেবে ব্যবহার করে। এই সংখ্যা আমেরিকা, আইএমএফ, সুইজারল্যান্ড ও জার্মানির সম্মিলিত সোনা রিজার্ভের চেয়ে বেশি।
  • মহাকাশে পানির একটি বিশাল আধার আছে। এটি সূর্য থেকে এক লাখ গুণ বড় এবং পৃথিবীতে যত পানি আছে, সেখানে তার চেয়ে ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি পানি রয়েছে।
  • প্রতি সেকেন্ডে মশা তার ডানাগুলো ৩০০-৬০০ বার পর্যন্ত ঝাপটাযতে পারে এবং ঘণ্টায় উড়তে পারে ১০০-১৫০ মাইল।
  • মানুষের যত রোগ হয়, তার ৯০%রোগ হয় চিন্তা থেকে।
  • ঘরের বাতি  নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে। কারণ নীল রঙ মশাকে আকৃষ্ট করে।
  • হার্মিং বার্ড পিছনের দিকে উড়তে পারে।

  • হাঁচির সময় ১০০ কিলোমিটার বেগে মানুষের নাক দিয়ে বাতাস বের হয়।
  • ডলফিন পৃথিবীতে একমাত্র প্রাণী, যে একচোখ খোলা রেখে ঘুমাতে পারে।
  • বেশীরভাগ প্রাণী ২ টি চোখ থাকলেও প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার।

আরও পড়ুনঃ ডায়াবেটিস নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা।

  • জলহস্তী এমন একটি প্রাণি যারা পানির চাইতে ডাঙ্গাতে থাকতে বেশি পছন্দ করে কিন্তু এদের বাচ্চা জন্ম হয় পানির নিচে।
  • পিঁপড়া কখনোই ঘুমায় না এবং নিজের ওজনের চেয়ে ১০ গুণ বেশি ওজন বহন করতে পারে।
  • জিরাফ লাথি মেরে একটি সিংহকে নিমিষেই মেরে ফেলতে পারে।।
  • শামুক একটানা ৩ বছর ঘুমাতে পারে।

  • প্রাণির মধ্যে হরিন সবচাইতে কম বিশ্রাম নেয়। এরা প্রতিদিন ৫ মিনিটের মতো ঘুমায়।
  • সিঁড়ি দিয়ে একটা গরুকে সহজে উপরে উঠানো যায় কিন্তু নিচে নামানো যায় না।
  • পেঙ্গুইন সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারে না।
  • বিশ্বে কোকাকোলার পানীয়ের প্রস্তুত ফর্মুলা দুজন ব্যক্তি জানে, যাদের একই বিমানে যাতায়াত করা নিষিদ্ধ।
  • প্রাকৃতিক গ্যাসে কোনো গন্ধ থাকে না। গ্যাস থেকে আমরা যে গন্ধ পাই তা  গ্যাসের সাথে যোগ করা হয়, যাতে কোনো কারণে লিক হলে আমরা সহজে ধরতে পারি।
  • ইংরেজিতে Million লিখতে সাতটি অক্ষর লাগে তেমনি অঙ্কে ১ মিলিয়ন (১০,০০০০০) লিখতেও সাতটি সংখ্যা লাগে।
  • প্রকৃত মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
  • সামুদ্রিক প্রাণী হাঙ্গরের কোনো রোগ ব্যাধি হয় না।

  • একটি ডিমে ভিটামিন সি বাদে অন্য সব প্রকার ভিটামিন উপস্থিত থাকে।
  • যে পরিমাণ স্বর্ণ পৃথিবীতে আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবীটা ঢেকে দিলে হাঁটু পরিমাণ উচ্চতা হবে।
  • স্তন্যপায়ী প্রাণীর মধ্যে হাতি একমাত্র প্রাণি , যারা লাফ দিতে পারে না।
  • গুগলের সার্চ বারে google উল্টো করে লিখলে (elgoog) এমন একটা সাইট Open হবে যা মূল সাইটের সম্পূর্ণ উল্টো।
  • ছেলেদের চেয়ে মেয়েদের শ্রবণশক্তি বেশি।
  • নিজের নাক টিপে ধরে রেখে গুনগুন করা অসম্ভব।
  • আলো ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাকে এক আলোকবর্ষ বলে।
  • মানুষের মস্তিষ্কের স্মৃতিশক্তির ধারণ ক্ষমতা ৪ টেরাবাইটের বেশি।

  • প্রতিটি গ্যালাক্সিতে ৫০-১০০ কোটিরও বেশি নক্ষত্র থাকে।
  • মোনালিসার ঠোঁট আঁকতে ভিঞ্চির ১২ বছর সময় লেগেছিল।
  • E হলো ইংরেজি বর্ণমালায় সবচেয়ে বেশি ব্যবহার করা বর্ণ আর Q হলো সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ।
  • খাবার ছাড়া একজন মানুষ ২৮ দিন পর্যন্ত বাঁচতে পারলেও ঘুম ছাড়া ১১ দিনের বেশি বাঁচতে পারে না।
  • বিশ্বে যে পরিমাণ খেলনা উৎপাদিত হয় তার ৭০ ভাগই চীন তৈরি করে থাকে।
  • ১৮ বছর বয়সে মানুষের মস্তিষ্কের গঠন বন্ধ হয়ে যায়। মস্তিষ্ক কখনোই বিশ্রাম করে না, ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।
  • জন্মের একঘণ্টা পরই ঘোড়া দৌড়াতে পারে।

  • আধামাইল দূর থেকে একটি বাজ পাখি একটা ফড়িংকে সঠিক ভাবে শনাক্ত করতে পারে।
  • Popular Musice এর সংক্ষিপ্ত রুপ হচ্ছে POP Musice ।
  • সারাবিশ্বে প্রতি মিনিটে ৬ হাজার বারের বেশি বজ্রপাত হয়।
  • পৃথিবীতে ৯৭% পানি লবনাক্ত। পান করার যোগ্য ৩% এর মধ্যে ২% বরফ আর বাকি ১% পানি আমরা খাওয়ার জন্য পাই।
  • পাকস্থলীতে তৈরি এসিড লোহা পর্যন্ত গলিয়ে দিতে পারে।
  • ডলফিন একই সময় ঘুমাতে ও সাঁতার কাটতে পারে।
  • মধু একমাত্র খাবার, যা কখোনো নষ্ট হয় না।

  • জাপানের লোকেরা ৯০ শতাংশ ওয়াটারপ্রুফ মোবাইল ব্যবহার করে। কারণ সে দেশের বেশিরভাগ মানুষই গোসল করার সময় মোবাইল ফোন ব্যবহার করে।
  • কাউকে রক্তদান করলে ২৪ – ৪৮ ঘণ্টার মধ্যে তা আবার পূরণ হয়ে যায়।
  • ইমু পাখি ও ক্যাঙ্গারু পিছনের দিকে হাঁটতে পারে না।
  • সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো সময় লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড ।
  • চাঁদ আমাদের উপগ্রহ হিসেবে যদি না থাকতো, তাহলে পৃথিবীতে ২৪ ঘণ্টার বদলে মাত্র ৬ ঘণ্টা দিনই থাকতো।
  • রক্ত তৈরি করা যায় না।
  • আটলাণ্টিক মহাসাগরের পানি সবচেয়ে লবনাক্ত।

  • আইনস্টাইন সমুদ্রে ভ্রমণপ্রিয় হওয়া সত্ত্বেও সাঁতার জানতেন না।
  • ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়।

আরও পড়ুনঃ জিপিএস ও জিআইএস কী? জেনে নিন অজানা তথ্য।

  • একজন মানুষের শরীরে থাকা রক্ত প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইলের সমান পথ অতিক্রম করে।
  • সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির দরজা আটকানো বেআইনি।

  • পৃথিবীতে উৎপাদিত অক্সিজেনের ২০ ভাগই আমরা আমাজান থেকে পাই।
  • একটি মাছির গড় আয়ু ১৭ দিন।
  • হাতির বাচ্ছা জন্ম নেওয়ার ২০ মিনিটের মধ্যে উঠে দাঁড়াতে পারে এবং ঘণ্টাখানেকের মধ্যে হাঁটাতে পারে।
  • চোখের একটি পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।
  • দেহ ও মনের কোনো অনুভূতি মস্তিষ্কে পৌঁছাতে ০.১ সেকেন্ড সময় লাগে ।
  • মোট গ্রহ ছিল ১২ টি। ১০ম গ্রহ ভলকান, ১১তম গ্রহের নাম এক্স, ১২তম গ্রহের নাম স্যালিচ। ৯ম গ্রহ প্লুটোর গ্রহমর্যাদা বাতিল করায় বর্তমানে গ্রহের সংখ্যা  ১১টি।
  • আমরা যাকে চাঁদের কলঙ্ক বা বুড়ি থাকি, সেগুলো হচ্ছে চাঁদের বুকের মৃত আগ্নেয়গিরি ও অগণিত গর্ত। এসব গর্তে সূর্যের আলো ঠিকমত না পড়ার কারণে পৃথিবী থেকে স্থানগুলোকে কালো দেখায়।

  • ২০০৬ সালের আগস্ট মাসে অনুষ্ঠিত জ্যোতির্বিজ্ঞানীদের এক সম্মেলন থেকে প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
  • ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের প্রধান পার্থক্য হলো ডেবিট কার্ড দিয়ে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে গচ্ছিত টাকা তুলা যায়। অন্যদিকে ক্রেডিট কার্ড দিয়ে গচ্ছিত টাকা তোলাসহ নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণও নেয়া যায়।
  • ইউরোপ ও উত্তর আফ্রিকার একটি উদ্ভিদের নিঃসৃত রস থেকে এক ধরণের বিষাক্ত বিষ তৈরি করা হয়। আর এ বিষ পান করেই সক্রেটিস মৃত্যুবরণ করে ছিলেন।

  • স্যাকারিন একটি মিষ্টি জৈব পদার্থ। এটি চিনির চেয়ে ৩০০-৪০০ গুণ বেশি মিষ্টি। এর কোনো খাদ্য মান বা গুণ নেই। এটি পানীয়, ক্যান্ডি, ঔষধ ও টুথপেস্টে ব্যবহার করা হয়।
  • আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের মধ্য দিয়ে চোখের পেছনের পর্দায় (Retina) উল্টা আকারে ফুটে উঠে এবং তা স্নায়ু বেয়ে মস্তিষ্কে পৌঁছে সোজাভাবে দেখার অনুভূতি সৃষ্টি করে। এভাবেই আমরা কোনো বস্তুকে দেখতে পাই।
  • ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বর্ণান্ধ। তিনি সাদা-কালো- নীল রঙ ছাড়া অন্য রঙ দেখতে পান না। এজন্য তিনি ফেসবুকের জন্য সাদা ও নীল রঙ বেছে নেন।
  • ব্রেইল পদ্ধতির সাহায্যে দৃষ্টিহীনরা লিখতে ও পড়তে পারে। এটা হাত দিয়ে স্পর্শ করতে হয়। ফ্রেঞ্চ লুইস ব্রেইল ১৮২৯ খ্রীস্টাব্দে এ পদ্ধতি আবিষ্কার করেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মাতৃভাষার উপযোগী করে এ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।
  • বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশ বাঁ-হাতি। চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মস্তিষ্কের ডানপাশ তার বাম হাতকে নিয়ন্ত্রণ করে। ডান পাশের মস্তিষ্কের প্রভাবের কারণে সাধারণ ভাবে ডান হাতিদের চেয়ে বাঁ-হাতিরা একটু বেশি সৃজিনশীল, দূরদৃষ্টি সম্পন্ন ও চিন্তাশীল হয়ে থাকে।

জানা অজানা জানা অজানা জানা অজানা জানা অজানা


Spread the love