আমাদের সামনে যখন বিপদ আসবে, তখন আমরা কয়েক মুহূর্ত সময় পাবো বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। তাই আমাদের সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। যদি জানা থাকে বিপদ আসলে আমাদের কী করতে হবে, তাহলে বিপদকে সহজেই মোকাবেলা করা সম্ভব। আপনার যদি জানা থাকে, গাড়ী পানিতে ডুবছে আর সে সময় আপনার করণীয় কী? সেক্ষেত্রে নিজে ও আশপাশের মানুষকে রক্ষা করা সহজ হবে। আসুন জেনে নেই এ সম্পর্কিত কিছু তথ্য।
গাড়ী পানিতে ডুবার সময়, আপনি যে কৌশলগুলো অবলম্বন করবেনঃ
- গাড়ী যদি পানিতে পড়ে যায় তাহলে যত দ্রুত সম্ভব সিটবেল্ট খুলার পর জানালা নিচে নামিয়ে সাঁতরে উপরদিকে ওঠার চেষ্টা করতে হবে।
- মনে রাখতে হবে, অতিদ্রুত নিকটতম জানালা দিয়ে বের হতে হবে গাড়ীটি নিমজ্জিত হবার আগেই।
- যদি জানালা ভাঙ্গার প্রয়োজন হয় তখন যদি কোনো কিছু হাতের কাছে না থাকে, হিল জুতা অথবা আপনার কনুই ব্যবহার করতে পারেন জানালা ভাঙ্গতে। সহজে ভাঙ্গতে জানালার কর্ণার বরাবর আঘাত করুন। [ বিঃদ্রঃ – প্রতিটি গাড়িতে হ্যামার, রেঞ্চ বা ভারী স্ক্র ড্রাইভার রাখা উচিত ]
- গাড়ীর দরজা খোলার চেষ্টায় সময় নষ্ট না করে, জানালা দিয়েই বের হওয়ার চেষ্টা করুন।
- জানালা দিয়ে বের হতে না পারলে, গাড়ীর ভেতরে পানি পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে দরজা খুলে বের হয়ে আসুন।
- গাড়ীর ভেতরে পানি প্রবেশের সময় দরজার হাতলে হাত রাখতে হবে। দরজা খোলাটা কিন্তু সহজ ব্যাপার নয়, তাই পা দিয়ে সজোরে ধাক্কা দেওয়া লাগতে পারে।
- গাড়ীতে পানি ঢুকে গেলে ভেতরে বাইরে পানির চাপ সমান থাকে ফলে দরজা খোলাটা একটুসহজ হয়। বুকভরে শ্বাস নিন, দরজা খুলুন ও সাঁতারে বের হয়ে আসুন।
- যদি সঙ্গে শিশু থাকে তাহলে প্রথমে সিটবেল্ট খুলে শিশুকে বাইরে বের করে দিয়ে নিজে বের হবেন।
- আপনি পানির উপরে যাওয়ার জন্য যেখান থেকে বুদবুদ উৎপত্তি হচ্ছে তা অনুসরণ করুন। কারণ ঘোলা পানিতে পথ খুঁজে পাওয়া সহজ নয়।
Nice