Spread the love
বিসিএস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি , চাকরি ও নানা ধরণের প্রতিযোগীতামূলক পরীক্ষায় বেসিক তথ্যেত্র ভিত্তিতে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো করা হয়। তাই ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক জগতে ভালো ফলাফল করার জন্য সাধারণ জ্ঞান এর ভীত মজবুত করতেই হবে। তাই আজ আমরা প্রশ্নাত্তরের মাধ্যমে বেসিক কিছু বিষয় সম্পর্কে জানবো।
সাধারণ জ্ঞান
১। | ছিটমহল কি ? – একটি স্বাধীন দেশের অভ্যন্তরে পার্শ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোন স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখন্ড। |
২। | বাংলাদেশে নৃ-গোষ্ঠী বা উপজাতির সংখ্যা কয়টি ? – ৪৫ টি। |
৩। | ইসলাম ধর্মালম্বী উপজাতি কোনটি ? – পাঙন। |
৪। | মগ উপজাতি কোন এলাকায় কি নামে পরিচিত ? – মগ উপজাতি পাহাড়ি এলাকায় “মারমা” এবং সমতল এলাকায় “রাখাইন” নামে পরিচিত। |
৫। | ইমপিচমেন্ট কি ? – গুরুতর নৈতিকস্খলন কিংবা ব্রাষ্ট্রবিরোধী কাজের জন্য সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি। |
৬। | টাস্কফোর্স কি ? – কোনো বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত স্থল, বিমান ও নৌ বাহিনীর সম্মিলিত সৈন্য দল। |
৭। | ব্রেক্সিট কি ? – ইউরোপিয় ইউনিয়ন থেকে সদস্য দেশ হিসেবে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার পরিকল্পনা গণমাধ্যমে ব্রেক্সিট (Brexit) নামে অভিহিত। |
৮। | বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কয়টি ? – ১১৮ টি। |
৯। | কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করে ? – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। |
১০। | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সময়ে আত্মজীবনী লিখেছিলেন ? – ১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরিন অবস্থায়। |
১১। | বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ? – আইন বিভাগের। |
১২। | শিখন কি ? – অতীত অভিজ্ঞতা , প্রশিক্ষণের মাধ্যমে নতুন বিষয় আয়ত্ত করা এবং আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়ার নাম নাম শিখন। |
১৩। | কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির কত শতাংশ বনাঞ্চল থাকা প্রয়োজন ? – ২৫ শতাংশ। |
১৪। | সৃজনশীল পদ্ধতিতে পাঠদান পদ্ধতির উদ্ভাবক কে ? – মার্কিন মনোবিজ্ঞানী বেঞ্জামিন স্যামুয়েল ব্লুম। |
১৫। | প্রচলিত বাংলা বর্ষপঞ্জি কার পরিকল্পনায় তৈরি ? – ড. মুহাম্মদ শহীদুল্লাহ। |
১৬। | সম্পূরক বাজেট কি ? – মূল বরাদ্দের অতিরিক্ত অর্থসম্বলিত যে বাজেট অনুমোদনের জন্য সংসদে পেশ করা হয়, তাই সম্পূরক বাজেট। |
১৭। | ইরান প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল ? – পারস্য। |
১৮। | নেদারল্যান্ডের পুরাতন নাম কি ? – হল্যান্ড। |
১৯। | তৃতীয় বিশ্ব কি ? – স্বাধীনতাপ্রাপ্ত উন্নয়নশীল ও অনুন্নত দেশ সমূহ। |
২০। | লাভা কাকে বলে ? – আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থকে লাভা বলে। |
২১। | সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় কোন দেশে ? – মিশরে। |
২২। | সুন্দর বনের কত বর্গ কিলোমিটার বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে ? – ১০,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার। |
২৩। | ফ্যাসিবাদ কি ? – ফ্যাসিবাদের মূলনীতি হলো জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ। সকল ক্ষমতার অধিকারী রাষ্ট্র, জনগণ নয়। |
২৪। | রক্তে হিমোগ্লোবিনের কাজ কি ? – অক্সিজেন পরিবহন করা। |
২৫। | খেসারী ডাল বেশি খেলে কি ধরণের ক্ষতি হয় ? – খেসারী ডাল বেশি খেলে ল্যাথারাইজম নামক এক ধরণের পায়ের রোগ হয়। এ রোগে আক্রান্ত হলে মানুষের পা অচল হয়ে যায়। |
২৬। | মসুর ডাল ও গরুর মাংসে কি পরিমাণ প্রোটিন থাকে ? – ১০০ গ্রাম মসুর ডালে ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম প্রোটিন থাকে। |
২৭। | সতীদাহ প্রথা বিলোপ করেন কে ? – লর্ড উইলিয়াম বেন্টিং |
২৮। | শ্বেতপত্র কি ? – কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সরকার কর্তৃক প্রকাশিত বিবরণী। |
Spread the love