Spread the love

হঠাৎ কোথায়ও আগুন লাগলে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। তখন অনেকেরই হিতাহিত জ্ঞান থাকে না। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয়ার কারণে কঠিনভাবে এর মাশুল দিতে হয়। মনে রাখবেন আগুন যদি লেগেই যায়, মাথা ঠাণ্ডা রেখে সতর্কতার সাথে সামনে আগাতে হবে। তাহলে বেঁচে যেতে পারে মূল্যবান জীবন এবং ঠেকানো যেতে পারে মানবিক বিপর্যয়।

আগুন লাগার সাথে সাথে আপনার করণীয়ঃ

  • কারো কথায় বিচলিত না হয়ে আগুন লেগেছে কিনা তা নিশ্চিত হউন । আগুন অল্প থাকতেই অগ্নিনির্বাক যন্ত্র বা অন্য কোনো মাধ্যমে নেভানোর চেষ্টা করুন। বৈদ্যুতিক বা রাসায়নিক দ্রব্য থেকে না লেগে থাকলে নেভানোর জন্য পানি ব্যবহার করতে পারেন।
  • আগুন আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকলে ভুলেও নেভানোর চেষ্টা করবেন না। আগুন বৃদ্ধি পাওয়ার কারণে সেটা যদি সহজে নেভানোর মত না হয়, তাহলে দ্রুত ভবন ত্যাগ করুন। মনে রাখবেন, আগুন ছড়িয়ে গেলে বের হওয়ার সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি।

  • যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিসকে খবর দিন এবং জরুরী পরিষেবার জন্য ৯৯৯-এ কল করুন।
  • বিদ্যুৎ থেকে আগুন লাগলে দ্রুত মেইন সূইচ বন্ধ করে দিন।
  • তেলজাতীয় পদার্থ থেকে আগুন লাগলে সতর্কতার সাথে মোটা কাপড়, কাঁথা ও কম্বল ইত্যাদি ভিজিয়ে চাপা দিন।
  • ভবনের যে অংশে আগুন ও ধোঁয়া বেশি রয়েছে সেসব অংশ এড়িয়ে বের হওয়ার চেষ্টা করুন।  ছাদে না উঠে চেষ্টা করুন নিচে নেমে যাওয়ার।

  • কোনোভাবে  বের হতে না পারলে নিচে লাফ না দিয়ে জানালা দিয়ে সাহায্য চাইতে পারেন। বের হওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করুন।
  • শরীরে আগুন লাগলে না দৌঁড়িয়ে দু হাত দিয়ে আপনার মুখ ঢেকে মাটিতে শুয়ে সামনে পেছনে গড়াগড়ি দিয়ে নেভানোর চেষ্টা করুন।
  • বাসায় আগুন লাগলে সেই বাসা থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিতে হবে (তবে দরজাটি লক করা যাবে না)। এতে অক্সিজেন সরবরাহ কমে গিয়ে আগুন নিভে যাওয়ার সম্ভাবনা থাকবে।

  • ভবনের মধ্যে ধোঁয়া বাড়তে থাকলে হাত-পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করুন।
  • আগুন লাগলে দামি জিনিসপত্র বাঁচাতে গিয়ে অহেতুক সময় নষ্ট করা যাবে না। মনে রাখতে হবে সবচেয়ে দামি বস্তুটিই হলো আপনার জীবন।
  • অগ্নিকান্ডের সময় শরীরের বাড়তি কাপড় খুলে ফেলুন এবং কোনো সিনথেটিক জাতীয় কাপড় গায়ে রাখবেন না।
  • দরজার হাতল গরম হলে দরজা দিয়ে বের না হয়ে অন্য উপায় অবলম্বন করার চেষ্টা করুন।
  • অগ্নিকান্ডের সময় ভবন থেকে বের হতে লিফট এর পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।

আগুন লাগলে বিচলিত আগুন লাগলে বিচলিত


Spread the love