Spread the love
একবিংশ শতাব্দীর এ যুগে মানুষ গুগলের উপর পুরোপুরি নির্ভরশীল। মনে কোনো বিষয়ে জানার চিন্তা এলেই গুগল সার্চ বা অনুসন্ধান করে জেনে নেয়। তাই ইন্টারনেট ব্যবহারকারীদের প্রতিদিন নতুন নতুন তথ্য জানতে গুগল সার্চের বিকল্প নেই। তবে কিছু সংবেদনশীল বিষয় আছে যা কখনো গুগলে সার্চ করা যাবে না এবং সার্চ করলেই বড় ধরণের ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ আমরা গুগলে যে বিষয়গুলো ভুলেও সার্চ করা যাবে না, সে বিষয়গুলো সম্পর্কে জানব।
যে বিষয়গুলো গুগল -এ সার্চ করা থেকে বিরত থাকবেন
- রসিকতা করেও গুগলে কখনো ‘অস্ত্র বা বোমা’ বানানোর উপায় খুঁজতে যাবেন না। অস্ত্র বা বোমা তৈরির পদ্ধতি সার্চ করলে আপনি সরকারি নিরাপত্তা কর্মী এবং সার্চ ইঞ্জিন কর্মীদের টার্গেট হয়ে যেতে পারেন। তারা আপনার আইপি অ্যাড্রেস সুরক্ষা সংস্থাগুলোকে জানিয়ে দেবে। এরপর সারাক্ষণ আপনাকে তাদের নজরদারিতে রাখা হবে। তারা আপনার সকল কার্যকলাপ রেকর্ড করবে। যার ফলে পুলিশের হাতে ধরা পড়ে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করতে পারেন আপনি।
- ‘চাইন্ড পর্নোগ্রাফি’ কখনো গুগলে সার্চ করবেন না। এই সম্পর্কিত কিছু সার্চ এবং শেয়ার করা দণ্ডনীয় অপরাধ। যদি আপনি চাইন্ড পর্নোগ্রাফি সার্চ করেন তাহলে নিয়ম ও আইন লঙ্ঘনের অপরাধে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে।
- ‘গর্ভপাত’ সংক্রান্ত কোনো কিছু গুগলে সার্চ করা যাবে না। কারণ গর্ভপাত অনেক দেশেই আইনতভাবে নিষিদ্ধ। চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভপাত করানো যায় না। তাই গর্ভপাতের পদ্ধতি অনুসন্ধান করাও অপরাধ। গর্ভপাত সংক্রান্ত কোনো কিছু সার্চ করলে আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে পারে গুগল।
আরও পড়ুনঃ অনলাইন ইনকাম করার সবচাইতে সহজ ও সেরা উপায়।
- গুগলে গিয়ে ‘অ্যাডাল্ট কনটেন্ট বা প্রাপ্তবয়স্কদের বিনোদন’ নিয়ে কিছু খুঁজবেন না। কারণ অ্যাডাল্ট কনটেন্ট দেখা বাংলাদেশে নিষিদ্ধ। এ ধরণের কনটেন্টগুলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ( বিটিআরসি ) ব্লক করে রেখেছে। যদি আপনি ভিপিএন দিয়েও খুঁজেন তাতেও আপনার জেল-জরিমানা হতে পারে।
- Fournier, The Gag reflex, Degloving, Blue Waffle, Teratoma, Squidward Toenail VS Sofa, Trypophobia, Chancre এই শব্দগুলো দ্বারা ভুলেও গুগলে সার্চ করবেন না। কারণ এতে আপনার মানসিকতার পরিবর্তন হতে পারে।
- ‘অপরাধ সংক্রান্ত’ কোনো বিষয় জানতে গুগলে সার্চ করবেন না। এতে আপনি যেকোনো সময় বড় ধরণের বিপদের সম্মূখীণ হতে পারেন।
- গুগলে ‘ব্যাংকিং সংক্রান্ত কোনো লিংক বা ওয়েবসাইট’ এ ঢুকার আগে সাবধানতা অবলম্বন করবেন। ডুপ্লিকেট ভুয়া সাইটে গিয়ে আপনার সব হারাতে পারেন। ব্যাংকিং এর ক্ষেত্রে সরাসরি ওয়েব অ্যাড্রেস টাইপ করুন অথবা ব্যাংকের তৈরি অ্যাপ ব্যবহার করুন।
- অজানা সাইট থেকে ‘অ্যাপ ও সফটওয়্যার ডাউনলোড’ করা থেকে সতর্ক থাকুন। অ্যাপ ও সফটওয়্যারের আকারে ম্যালওয়্যার ডাউনলোড হতে পারে এবং এটি ইনস্টল করার সাথে সাথে আপনার পিসি বা স্মার্টফোনের প্রাইভেসি নষ্ট হয়ে যেতে পারে। ডট এপিকে ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসমই ঝুঁকি থেকে যায়।
- কখনো ফ্রী অ্যান্টিভাইরাস গুগলে খোঁজ করবেন না। কারণ ফ্রী অ্যান্টিভাইরাস খোঁজার সময় ভুয়া অনেক সফটওয়্যার সামনে চলে আসে, এগুলোর মধ্যে আসলটি বের করা কঠিন হতে পারে।
- গুগল সার্চ করে কোনো ওয়েবসাইট থেকে ‘ডাক্তারি পরামর্শ’ নেওয়া অনুচিত। এ ধরণের সাইটে গিয়ে ঔষধ ও সাপ্লিমেন্ট ক্রয় করে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। তাই গুগলের উপর ভরসা না করে ডাক্তারের পরামর্শ নিন।
- আপনার ব্যক্তিগত ই-মেইল আইডি কখনো গুগলে সার্চ করবেন না। এর ফলে আপনার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে এবং পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা।
- কখনো গুগলে ‘কাস্টমার কেয়ার বা হেল্পলাইন নম্বর’ খুঁজতে যাবেন না। অনলাইনে বিপণন সংস্থার নামে নকল ওয়বসাইট তৈরি করে প্রতারকেরা ভুয়া কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে থাকে। সেই নম্বরে ফোন করলেই আপনি পড়তে পারেন প্রতারণার ফাঁদে।
- ‘ট্রেডিং ও শেয়ার বাজার’ সংক্রান্ত কনো বিষয় গুগলে সার্চ করতে সতর্ক থাকুন। কারণ বিভিন্ন ভুয়া সংস্থা ট্রেডিং এর নামে প্রতারণার ফাঁদ পেতে বসে আছে। এ বিষয়ে গুগল সার্চের উপর নির্ভর না কারাই ভালো।
- গুগলে এমন হাজারো অফার পাবেন, যে অফারগুলোর ফাঁদে পড়ে আপনি অনেক ক্ষতিগ্রস্থ হতে পারেন। এসব অফারের ফাঁদে ফেলে দুর্বৃত্তরা আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। তাই গুগলে সরাসরি কোনো অফারের খোঁজ করব্রন না।
- সামাজিক যোগাযোগের লগইন পেজটি গুগলে কখনো সার্চ করবেন না। এতে আপনি ভুয়া কোনো সাইটে চলে যেতে পারেন।
- দুর্বৃত্তরা সরকারি সাইটের আদলে সাইট তৈরি করে ইন্টারনেট ব্যবহারকারীকে বিপদে ফেলতে সদা সক্রিয় থাকে। তাই সরকারি কোনো ওয়েবসাইটের সঠিক URL না জেনে অনুমান করে গুগলে সার্চ করা থেকে বিরত থাকতে হবে।
Spread the love