Spread the love
জ্ঞানীদের বাণী, প্রবাদ, কবিতার লাইন ও জ্ঞানের কথা আমাদেরকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়ে আসছে। আমাদের ব্যর্থতা ও হতাশা দূর করে সাফল্য ও কর্মময়তার দিকে নিয়ে যাবে এই উক্তি বা জ্ঞানের কথা গুলো। সেইসাথে সুন্দর জীবন এবং সৎ মানসিকতা গড়তে সাহায্য করবে।
জ্ঞানের কথা জ্ঞানীর কথা
- কোন জিনিসই অতিরিক্ত হওয়া ভাল নয় দুটি জিনিস ছাড়া। এক- জ্ঞান, দুই- ভদ্রতা।
- ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিস্কার করা আর যারা তাদেরকে ঘৃণা করে তাদের কাজ হলো নোংরা ও আবর্জনা সৃষ্টি করা।
- ব্যর্থ মানুষেরা দু প্রকার। এক প্রকার হল- যারা কাজের চিন্তা করেছে কিন্তু কাজ করেনি। আরেক প্রকার হল- যারা কাজ করেছে কিন্তু চিন্তা করে তা করেনি।
- মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে। কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে।
- যখন অনেক উঁচু স্তরে পৌঁছে যাও তখন নিচের দিকে তাকাও যেন দেখতে পাও কারা তোমাকে এ পর্যায়ে পৌঁছতে সাহায্য করেছে।
- মানুষ তোমার কথায় বিরক্ত হয়ে তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ কর আর মানুষ তোমার বিরুদ্ধে মুখ খোলার আগে নিজের কান খোল তবেই তুমি সফল মানুষ হবে।
- নম্রতার মাধ্যমে যা অর্জন করা যায়, কঠোরতার মাধ্যমে তা অর্জন করা যায় না।
- বেশি কৌতুক করলে ব্যক্তিত্ব চলে যায় আর বেশি হাসলে প্রভাব ক্ষুণ্ণ হয়।
- পানি গর্ত সৃষ্টি করে। কিন্তু তা শক্তি দিয়ে নয় বরং অব্যাহত পতনের মাধ্যমে।
- আমরা খাই কৃত্রিম লেবুর জুস আর আসল লেবুর রস দিয়ে ডিস ওয়াশ করি।
- যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়। কারণ, যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম।
আরও পড়ুনঃ ডাবের পানি যাদেরর জন্য হতে পারে মারাত্মক বিপদের কারণ।
- যে অনেক কিছু একসঙ্গে আরম্ভ করে, সে কিছুই শেষ করতে পারেনা।
- নিজের কাজ করো। তাহলে অন্যে তোমার নিকট কৈফিয়ত চাইবেনা।
- তুমি যদি নিজেকে তিরষ্কার করতে পার, তাহলে কারো তিরষ্কার তোমার শুনতে হবে না।
- জীবনে পাওয়ার হিসাব করুন, না পাওয়ার দুঃখ থাকবেনা।
- যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না, তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে।
- একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।
- উচ্চশিক্ষিত হয়েও শিক্ষিত মানুষ হওয়া কঠিন।
- জীবনের কোন ক্ষেত্রেই ধৈর্য্যচ্যুতি হওয়া ভাল না।
- টাকা পয়সাই জীবনের সবকিছু নয়। শান্তি, সুখ, শ্রদ্ধা, ভালবাসা এগুলোর থেকে বড় আর কিছু নেই।
- যে অন্যের মর্যাদা দেয় না সে নিজের মর্যাদা বোঝেও না।
- সুন্দর পোষাক পরিহিত ব্যাক্তি মাত্রই ভদ্রলোক নয়।
- বলার আগে শুনে নাও, প্রতিক্রিয়া দেখানোর আগে চিন্তা কর, সমালোচনার আগে ধৈর্য্য ধর, প্রার্থনার আগে ক্ষমা চাও, ছেড়ে দেয়ার আগে চেষ্টা কর।
- চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে সে মুখ বন্ধই রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়।
- কাউকে কটু কথা বলবে না। কারণ সে-ও কটু প্রতু্ত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্যবিনিময় তোমার জন্যেও কষ্টদায়ক হবে। দন্ডের প্রতিদন্ড তোমাকেও স্পর্শ করবে।
- জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয়না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো!
- লক্ষ্যের পেছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়- তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছ আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ- এটাই তো সত্যিকারের বিজয়।
- তুমি ভুল করছো এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে- তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করে চলেছ।
- দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার।
আরও পড়ুনঃ নাক ডাকা বন্ধ করার সবচাইতে সহজ উপায়।
- পৃথিবী হচ্ছে একটি আয়নার মত, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে ঠিক তেমনটাই ফিরে পাবে।
- যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!
- যেকোন সমস্যাকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিন।
- দুশ্চিন্তা ও উৎকন্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি। প্রত্যয় ও সাহস দিয়েই মানুষ নতুন পৃথিবী আবিষ্কার করেছে।
- যখন যে কাজটি করছেন তখন শুধু সেই কাজেই মনোযোগ দিন। অর্থাৎ কর্মক্ষেত্রে যখন আছেন তখন সেখানেই মনোযোগ ধরে রাখুন, আবার যখন পরিবার বা বন্ধুবান্ধবের সাথে আছেন তখন তাদের সাথেই সময় কাটান। এভাবে আপনি নিজের শতভাগ ব্যবহার করতে পারবেন।
- মানুষ হিসেবে যে সম্মানটা আপনি অন্যদের কাছ হতে আশা করেন, ঠিক তেমনই অন্যদেরকে সম্মান দিতে শিখুন। বড়দের করুন শ্রদ্ধা আর ছোটদের দিন স্নেহ।
- আপনার চাইতে নিচের পদের লোকদের সাথে যথাযথ আদবের সাথেই কথা বলুন। একজন ব্যক্তি রিকশা চালায় বলেই তাকে তুই করে বলতে হবে, বা বাসার কাজের মানুষটি আপনার থেকে বয়সে বড় হলেও কাজের মানুষ হয়েছেন বিধায় তাঁকে অপমান করে কথা বলার অধিকার আপনি রাখেন না। যিনি নিজের চাইতে ছোট পদের মানুষদের সাথে ভালো আচরণ করতে পারেন না, তিনি কোনোদিনই একজন ভালোমানুষ হতে পারেন না।
- অন্য ব্যক্তির ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে দৃঢ়ভাবে বিরত থাকুন। মনে রাখবেন, আপনার নিজেরও ব্যক্তিগত একটি জীবন আছে যেখানে অন্যলোকের হস্তক্ষেপ আপনার পছন্দ হবেনা।
- নিজেকে ব্যক্তিত্ববান দেখাতে গিয়ে আবার অতিরিক্ত ভাব বা মুড দেখাতে যাবেন না যেন। অতিরিক্ত ভাব দেখালেই কেউ স্মার্ট হয়ে যায়না, বরং স্মার্টনেস কমিয়েই দেয় আপনার আলগা এই ভাব।
- মানুষ জ্ঞানের পরিচয় দেয় কথায়, যোগ্যতার পরিচয় দেয় কর্মে আর বংশের পরিচয় দেয় ব্যবহারে।
- রপ্ত করুন সুন্দর করে কথা বলার অভ্যাস। আপনি সুন্দর করে গুছিয়ে কথা বললে যে কেউ আপনার কথার মূল্য দিতে বাধ্য। সেই সাথে ঘরের বাইরে এড়িয়ে চলুন আঞ্চলিকতাকে। কথা বলার সময় সরল সহজভাবেই কথা বলুন, বাঁকা কথা বা অতিরিক্ত জটিল কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চাইলে বোকা বনে যাবার সম্ভাবনাই বেশি। আর অবশ্যই সকলকে সম্মান দিয়ে কথা বলুন।
- কথা বলার সময় সুন্দর সুন্দর শব্দ চয়ন করুন, এছাড়াও নিজের মাতৃভাষাকে ভালোভাবে জেনে শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করুন। অন্য ভাষাইয় কথা বলার আগে নিজের ভাষা সম্পর্কে জানুন। যে ব্যক্তি নিজের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানেন না, তিনি কোনোদিনই একজন ব্যক্তিত্ববান মানুষ হতে পারেন না।
- অপরের কৃতিত্বের জন্য প্রশংসা করতে শিখুন। তাদের অর্জনকে হিংসা করতে যাবেন না। অন্যকে কৃতিত্বকে স্বীকৃতি দিতে পারে কেবলই একজন সঠিক ব্যক্তিত্ববান মানুষ।
- যারা চুপচাপ বেশী থাকেন এবং কথা কম বলতে পছন্দ করেন তারা লেখেন ও পড়েন বেশী। তারা তাদের এনার্জির সবটুকু ব্যয় করতে চান কোনো গঠনমুলক কাজে। তারা সৃজনশীল কাজ করতেও বেশী পছন্দ করেন। আর এতে তাদের বুদ্ধি ধারালো হতে থাকে। যারা বেশী কথা বলেন তাদের মধ্যেই এই বিষয়টি বেশ কম নজরে পড়ে।
- বুঝে শুনে ও স্থান, কাল, পাত্র বিবেচনা করে কথা বলাটা জ্ঞানী ও বুদ্ধিমানের পরিচয় প্রকাশ করে। এক্ষেত্রেও যারা অনেক কম কথা বলেন তারা যতোটুকুই কথা বলুক না কেন অনেক ভেবে চিন্তে বলেন। যারা কম কথা বলেন তারা মস্তিষ্কে তাদের কথা সাজিয়ে তারপর তা মুখে বলে প্রকাশ করে থ্যাকেন। অপরদিকে বেশী কথা বলার মানুষেরা অনেক সময় নিজেরাও সঠিক বুঝতে পারেন না তারা কি কথা বলছেন। সুতরাং এখানেই বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়।
- করার পর ‘করেছি’ বলার চেয়ে উপকার না করাই শ্রেয়।
- পথ কখনও শেষ হয় না। দীর্ঘ ভ্রমণের পর গন্তব্যে পৌছেও কেউ স্থির থাকে না। ছুটতে শুরু করে অন্য কাজে, অন্য পথে, অন্য আরেক লক্ষ্যস্থলে।
- মানুষকে বাঘ, সিংহের সাথে তুলনা করলে খুশী হয়। তবে জন্তু বললে রাগ হয়।বাঘ, সিংহ তবে কি ?
- রাতজাগা খুবই খারাপ কিন্তু সেটা মানুষ করে, ভোরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতেই চায় না।
- প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না।
- মানুষ যখন হাসে মন থেকে খুব কম মানুষই হাসে কিন্তু যখন কাঁদে মন থেকেই কাঁদে।
- পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়।
- আপনার সাথে কারো দ্বন্দ্ব থাকতে পারে। তারা যদি আপনার ক্ষতিসাধন করে আপনি তাদের উপকার করুন। তারা যদি আপনাকে অপমানিত করে আপনি তাদেরকে সম্মানিত করুন। তারা আপনার বিপদে এগিয়ে না আসলেও আপনি তাদের ডাকে কোমরবেঁধে ছুটে যান। তাদের প্রতি আপনি কনো বিদ্বেষ রাখবেন না। কেননা, বিদ্বেষপ্রবণ ব্যক্তি কখনো নেতৃত্ব দিতে পারে না।
- আপনি যদি কারো পছন্দ ও অপছন্দের বিষয়গুলো জেনে নিতে পারেন এবং তার স্বভাব ও রুচিবোধ বুঝতে পারেন তাহলে তার মন জয় করা একদম সহজ হয়ে যাবে।
জ্ঞানের কথা জ্ঞানের কথা
Spread the love
Good
লেখক কে অনেক অনেক ধন্যবাদ।