Spread the love
প্রিন্টার কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিস্কারের পর কম্পিউটার থেকে কোনো ডকুমেন্টস Soft Copy থেকে Hard Copy বা কাগজে ছেপে বের করার জন্য প্রিন্টারের ডিজাইন করেন। সেই ডিজাইনের উপর ভিত্তি করে জাপানের EPSON কোম্পানি ১৯৬৮ সালে প্রথম EP-101 নামের প্রিন্টার তৈরি করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালে প্রিন্টারের স্পিড বাড়ানোর জন্য HP কোম্পানি তৈরি করেন HP Laser Jet নামের প্রিন্টার। আজ আমরা যেভাবে প্রিন্টার ভালো রাখা যায়, সে সম্পর্কে প্রয়োজনীয় কিছু টিপস শেয়ার করব।
প্রিন্টার ভালো রাখতে আপনার করনীয়
- উন্নতমানের কাগজ ব্যবহার করলে প্রিন্টার ও প্রিন্টারের হেড ভালো থাকে।
- মাঝেমধ্যে সূতি কাপড়ে সামান্য পানি ভিজিয়ে প্রিন্টারের কার্টিজ খুলে হেড পরিষ্কার করলে, কালি জমে ছাপার কাজে বাধার সৃষ্টি হয় না। কাপড় ছাড়া প্রিন্টার সফটওয়্যারের Maintenance প্রোগ্রামের সাহায্য নিয়েও প্রিন্টারের কালি চেক করা ও হেড ক্লিন করা যেতে পারে।
- দিনে একবার হলেও প্রিন্টার চালু করুন।
আরও পড়ুনঃ কোথায়ও আগুন লাগলে বিচলিত না হয়ে যা করবেন।
- কালি যাতে শুকিয়ে না যায় এজন্য সপ্তাহে অন্তত একবার প্রিন্ট করুন।
- সবসময় প্রিন্টার ব্যবহার না করলে পাওয়ার অন করে রাখার প্রয়োজন নেই।
- প্রিন্টারের পাওয়ার অফ করার পর প্লাগ খুলতে হবে। সরাসরি প্লাগ খোলা যাবে না।
- চলতি অবস্থায় কাজের মাঝপথে কখনো প্রিন্টার বন্ধ করা উচিত নয়।
- প্রিন্টের মাঝপথে কাগজ আটকে গেলে তা উল্টো দিকে টেনে বের করা যাবে না। এতে প্রিন্টার নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
- কালি শেষ হওয়ার সতর্কবার্তা পাওয়া মাত্রই কালি বদলে ফেলা উত্তম।
- যে কম্পানির প্রিন্টার সেই কম্পানি অথবা ভালো ব্রান্ডের কালি বা টোনার ব্যবহার করা উচিত।
- খোলা জায়গায় প্রিন্টার সেট করুন। কখনো ময়লাযুক্ত স্থানে প্রিন্টার রাখবেন না।
- ধুলাবালির হাত থেকে প্রিন্টারটি রক্ষার জন্য কাজ শেষে কাপড় দিয়ে ঢেকে রাখুন।
প্রিন্টার ভালো রাখা
Spread the love