বর্তমানে চশমার ব্যবহার অধিক পরিমাণে বেড়েছ এবং ছোট-বড় অনেকেই তাদের নানা সমস্যার কারণে চশমা পরে থাকেন। চশমা সূর্যের ক্ষতিকারক UV রশ্মি থেকে চোখের সুরক্ষা প্রদান করতে পারে। তবে চশমা চোখে লাগানোর পর লেন্সগুলি সাথে সাথে আলো প্রতিসরণ করে বা বাঁকিয়ে কাজ করে। এটি রেটিনার উপর আলোর ফোকাস করে মস্তিষ্কে সংকেত পাঠায়। বয়স বাড়ার সাথে সাথে চোখের পাওয়ারও বদলাতে থাকে। তাই নির্দিষ্ট একটা সময়ের পর চোখের পরীক্ষা করে চশমা ব্যবহার করা উচিত। আজ আমরা কোন কোন লক্ষণগুলো দেখলে চশমা বদল করা প্রয়োজন সে বিষয়গুলো শেয়ার করব।
কখন চশমা বদল করবেন
- সাধারণত এক বা দুই বছর পর চশমা বদলানো উচিত। কারণ এ সময়ের মধ্যে আপনার চশমার পাওয়ার পরিবর্তন করে নতুন চশমার দরকার হতে পারে।
- চশমা পরার পর যদি দৃষ্টি ঝাপসা হয়ে আসে অথবা মাঝের মধ্যে এ ধরণের সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে চশমা বদলাতে হবে।
- ঘন ঘন মাথাব্যথা করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে চোখের পাওয়ার পরীক্ষা করে নতুন চশমা নেয়া প্রয়োজন।
- ডাবল ভিশন বা একটি বস্তুকে দুইটি করে দেখলে দ্রুত চশমা বদলানো উচিত।
- ঘুম থেকে উঠলে কোনো কিছুর দিকে তাকাতে সমস্যা হলে চশমা পরিবর্তন করতে হবে।
- বই পড়তে গিয়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসলে চশমার পাওয়ার বদল করে নতুন চশমা নিন।
- শিশুদের চোখের পাওয়ার বড়দের তুলনায় দ্রুত পরিবর্তন হয়। তাই শিশুরা যদি চশমা পড়ে তাহলে চক্ষু ডাক্তার দেখিয়ে চোখের পরীক্ষা করে চশমা বদল করবেন।
- বারবার চোখের পলক পড়লে, এক্ষেত্রে দেরি না করে চোখ পরীক্ষা করিয়ে নতুন চশমা নিন।