Spread the love

আমরা কাজের প্রয়োজনে বা কোনো মিটিং চলাকালীন সময়ে স্মার্টফোন সাইলেন্ট করে থাকি। কিন্তু পরবর্তী সময়ে  সাইলেন্ট মুডে থাকা স্মার্টফোন নরমাল মুডে আনতে ভুলে যাই। ফলে ফোনটি ঘরের ভেতর থাকলেও সাইলেন্ট থকার কারণে, খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে করে সাইলেন্ট মুডে রাখা ফোনটি বিরক্তির কারণ হয়। তবে একটু কৌশল অবলম্বন করলে ফোনটি খুঁজে পাওয়া সম্ভব।

যেভাবে খুঁজে পাবেন সাইলেন্ট থাকা অথবা হারানো স্মার্টফোন

  • প্রথমে যেকোনো স্মার্টফোন  বা কম্পিউটার থেকে গুগলের ওয়েবসাইটে যান।
  • সার্চ বারে লিখুন Find My Device ।
  • তারপর আপনার ফোনটিতে যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে সেই অ্যাকাউন্টটি লগ ইন করুন।
  • গুগলে আপনার স্মার্টফোনের লোকেশন দেখতে পাবেন।
  • সেখানে Play sound নামের একটি অপশন পাবেন। সে অপশনটি অন করে দিলে সাইলেন্ট থাকা মোবাইলটির ফুল ভলিউমে রিং বাজতে থাকবে। যতক্ষণ ফোনটি পেয়ে পাওয়ার বাটন বন্ধ না করবেন ততক্ষণ রিং বেজেই চলবে।

বিঃদ্রঃ- যে কোনো স্মার্টফোন থেকে Find My Device এপস্‌টির মাধ্যমেও সাইলেন্ট থাকা অথবা হারানো স্মার্টফোন খুঁজে পেতে পারেন।

সাইলেন্ট মুডে থাকা স্মার্টফোন

আরও পড়ুনঃ এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যে সতর্কতা অবলম্বন করবেন।


Spread the love