Spread the love

আইটি সম্পর্কিত বেসিক বিষয়ে আমাদের সচ্ছ ধারণা থাকা দরকার। কারণ বিভিন্ন চাকুরী পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং যেকোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় আইটি সম্পর্কিত প্রশ্ন থাকে। এছাড়া আমাদের সচেতনতা বৃদ্ধির করতে আইটি ও কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে জানার বিকল্প নেই। তাই আসুন আজ আমরা প্রশ্নাত্তরের মাধ্যমে আইটি সম্পর্কিত বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব।

১। আধুনিক কম্পিউটারের জনক কে ?

    – চার্লস ব্যাবেজ।

২। সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে ?

    -অ্যাডা লাভলেস।

৩। সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে ?

   – রেমন্ড স্যামুয়েল টমলিনসন।

৪। ফেসবুকের নির্মাতা কে?

   – মার্ক জুকারবার্গ।

৫। ফেসবুক কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় ?

    – ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।

৬। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ?

    – ১৯৭১ সালে।

৭। প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে ?

   – রেমন্ড স্যামুয়েল টমলিনসন।

৮। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয় ?

    – ১৯৫২ সালে।

৯। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতার নাম কী ?

   – উইলিয়াম হেনরি ‘বিল’ গেটস।

১০। বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানির নাম কী ?

     – মাইক্রোসফট।

১১। www এর জনক কে ?

     – ‘টিম’ বার্নাস-লি।

আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যে সতর্কতা অবলম্বন করবেন।

১২। ডিজিটাল কপির অপর নাম কী ?

     – সফট কপি।

১৩। VIRUS শব্দের অর্থ কী ?

     – তথ্যের ক্ষতিসাধন করা।

১৪। কত সালে ভাইরাসের নামকরণ করা হয় ?

     – ১৯৮০ সালে।

১৫। You Tube কী ধরনের সাইট ?

     – ভিডিও শেয়ারিং সাইট।

১৬। থাম্বনেইল অর্থ কী ?

     – বড় ছবির ক্ষুদ্র সংস্করণ।

১৭। Layer শব্দের অর্থ কী ?

     – স্তর।

১৮। পাথ কী ?

     – অবজেক্টের প্রান্তরেখা।

 ১৯। পিক্সেল কী ?

     – ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক।

২০। রেজুলিউশন কী ?

     – নির্দিষ্ট  এককে পিক্সেলের পরিমাণ।

২১। ORACLE কী ?     

– ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার।

আইটি আইটি


Spread the love