ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে বড় ও জনপ্রিয় রেফারেন্স সাইট হলো উইকিপিডিয়া । অ্যালেক্সা র্যাংকিং অনুযায়ী এটি বিশ্বের প্রথম পাঁচটি ওয়েবসাইটের একটি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের মালিকানায় পরিচালিত একটি অলাভজনক শিক্ষামূলক সাইট। সাধারণ ব্যবহারকারীদের প্রদত্ত অনুদানের অর্থে চলে এটি। উইকিপিডিয়াতে যারা লিখেন তাদেরকে বলা হয় উইকিপিডিয়ান। এতে যেকোনো ব্যবহারকারীই এডিট করাসহ নতুন কনটেন্ট যুক্ত করার ক্ষমতা রাখেন।
ইতিহাসঃ
উইকিপিডিয়া শুরু হয়েছিল Nupedia নামক একটি বিনামূল্যে ইংরেজ ভাষার Encyclopedia এর অংশ হিসেবে। ১৫ জানুয়ারি ২০০১ সালে ল্যারি স্যাঙ্গার ও জিমি ওয়েলস উইকিপিডিয়ার প্রথম কার্যক্রম শুরু করেন। Wikipedia নামটি দেন ল্যারি স্যাঙ্গার। ব্যবহারকারী যাতে গবেষণা, সংশোধন, বিতরণ ও ব্যবহার করার স্বাধীনতা পায় এ জন্য ২০০০ সালে রিচার্ড ম্যাথিউ স্টলম্যান ফ্রীতে এটি সবার জন্য উন্মূক্ত করার প্রস্তাব দেন।
উইকিপিডিয়ার জানা-অজানাঃ
- যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘উইকিমিডিয়া ফাউন্ডেশন’ সংক্ষেপে ‘উইকিমিডিয়া’ উইকিপিডিয়া ওয়েবসাইটটি পরিচালনা করেন।
- এটি সম্পূর্ণ অলাভজনক প্রকল্প। এতে যে সকল তথ্য পাওয়া যায় তা বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ সেচ্ছাসেবী বিনা পরিশ্রমিকে যুক্ত করেন।
- একাধিক অবদানকারী মিলে কোনো বিষয়ের ওপর একটি নিবন্ধন সম্পূর্ণ করতে পারেন।
- যারা বেশি সময় ধরে ‘Wikipedia community’ এর সাথে থাকেন তাদেরকে উইকিপিডিয়ার পক্ষথেকে ‘Administrator privileges’ দেওয়া হয়। ‘Administrator privileges’ পাওয়া উইকিপিডিয়ানগণ অফিসিয়াল কাজ করার সুযোগ পান।
- যে কোনো পেশার লোক কিছু নীতিমালা অনুসরণ করে উইকিপিডিয়ায় আর্টিকেল লিখতে পারেন।
আরও পড়ুনঃ বিশ্বের জানা অজানা অদ্ভুত ও অবাক করা তথ্য।
- উইকিপিডিয়ায় কখনোই কোনো প্রকারের বিজ্ঞাপন প্রদর্শিত হয় না।
- উইকিপিডিয়ার বাংলাভাষার সংস্করণ ও বাংলা বিশ্বকোষ হলো ‘বাংলা উইকিপিডিয়া’ (https://bn.wikipedia.org)। ২০০৪ সালের ২৭ জানুয়ারি এটির যাত্রা শুরু হয়। যা পরিচালনা করেন ‘উইকিমিডিয়া’ ফাউন্ডেশন।
- উইকিপিডিয়ায় কোনো ওয়েবসাইট বা ব্লগ থেকে কপি করা লেখা এবং শোনা কথার ওপর ভিত্তি করে লেখা গ্রহণ করা হয় না। লেখাটি নিরপেক্ষ, নির্ভরযোগ্য, যথেষ্ট তথ্যসূত্র, গবেষণামূলক ও বিশ্বকোষীয় ধাঁচে হতে হবে।
- এতে কোনো লেখা নীতিমালা অনুযায়ী না হলে, যিনি লেখা শুরু করেছেন তাঁকে কারণ দর্শিয়ে প্রশাসকগণ সে পাতাটি অপসারণ করে দেন।
- উইকিপিডিয়ার কোনো তথ্য অন্য স্থানে ব্যবহার বা প্রকাশ করার জন্য পূর্বঅনুমতির প্রয়োজন নেই। এটি ‘ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন শেয়ার-আলাইক’ নামক মুক্ত লাইসেন্স এর আওতাভুক্ত।
- ১০ বিলিয়নেরও অধিক ব্যবহারকারী প্রতি মাসে উইকিপিডিয়ায় বিভিন্ন তথ্যের অনুসন্ধান করে।
- উইকিপিডিয়ার মতো এ ধরণের দ্বিতীয় সাইট এখনো তৈরি হয়নি যে সাইটে যাবতীয় সব তথ্য পাওয়া যাবে ।
উইকিপিডিয়া , উইকিপিডিয়া , উইকিপিডিয়া