বর্তমানে অল্প সময়ের মধ্যে সঠিক মূল্যায়নের জন্য OMR এর বিকল্প নেই। ওএমআর এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফরম পূরণ, পরীক্ষার উত্তর পত্র মূল্যায়ন, টিচার ইভ্যালুয়েশন, ক্লিনিকাল মূল্যায়ন, রোগীর জরিপ, ডক্তারের জরিপ,ঔষধ ব্যবহারের তথ্য, শিডিউলিং, প্রডাক্ট রিসার্চ ও টাইম শীট ইত্যাদি কাজ অতি সহজে করা যায়। আজ আমরা ওএমআর (OMR) সম্পর্কে জানব।
OMR এর পূর্ণরূপ হচ্ছে Optical mark reader। এটি একটি ইনপুট ডিভাইস। এটির মাধ্যমে স্ক্যানারের মত লিখিত বিষয়বস্তু কম্পিউটারে নিয়ে যাওয়া হলে OMR যন্ত্রটি কোন চিহ্ন পাঠ করে চিহ্নের সঙ্গে সম্পর্কযুক্ত ফলাফল প্রদান করে। বর্তমান সময়ে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নসহ অনেক গুরুত্বপূর্ণ কাজে ওএমআর পদ্ধতি ব্যবহার করা হয়। একটি OMR মেশিন ঘন্টায় ১০০০ থেকে ১০০০০ ফরম পড়তে পারে বা লিখিত ফলাফল বের করতে পারে। এর মাধ্যমে প্রসেসিং করা রেজাল্ট ১০০% সঠিক।
বর্তমানে ওএমআর পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রয়োজনীয় কাজ অতি সহজে খুব কম সময়ের মধ্যে সম্পন্ন করা যায়। যেমন- কোন কোর্সের রেজিস্ট্রেশন, সার্ভে, ক্লিনিকাল মূল্যায়ন, ডাক্তার ও নার্স সিডিউলিং, রোগীর জরিপ ও প্রোডাক্ট রিসার্চ ইত্যাদি।