Spread the love
করোনাভাইরাস আক্রান্ত হলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয় ফুসফুস। তাই ফুসফুসের প্রতি বেশী যত্নবান হওয়া দরকার। ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধিতে ব্রিদিং বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। করোনা মহামারির এই সময়ে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামের কোন বিকল্প নেই। দ্রুত হাঁটা ও সাঁতার কাটার মতো শারীরিক ব্যায়াম যেমন হার্টকে সুস্থ রাখে। তেমনি শ্বাস ব্যায়ামে ফুসফুস আরো কার্যকরভাবে কাজ করতে পারে।
করোনাভাইরাস এর সময় ফুসফুস রক্ষায় যে ব্যায়ামগুলো নিয়মিত করা জরুরীঃ
- প্রথমে বিছানায় সোজা হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করে নিন। প্রয়োজন হলে মাথা ও হাঁটুর নিচে বালিশ রাখবেন। এবার এক হাত পেটের উপর এবং অপর হাত বুকের উপর রাখুন। নাক দিয়ে এমন ভাবে শ্বাস নিন যেন পেট ফুলে উঠে, ৫ সেকেন্ড ধরে রাখুন এবং মুখ দিয়ে শিস দেয়ার মতো করে জোরে বাতাস ছেড়ে দিন।
- মেরুদন্ড সোজা করে বসে চোখ বন্ধ করে পর পর কয়েকবার গভীর শ্বাস-প্রশ্বাস নিন। ধীরে ধীরে এর গতি কমে আসবে। প্রথমে প্রশ্বাস ছাড়ার সময় এক গুনবেন, তার পরের বার দুই, এভাবে পাঁচ পর্যন্ত। তার পর আবার নতুন করে এক দিয়ে শুরু করবেন। এ ব্যায়ামটি দিনে ১০ মিনিট করবেন।
- মুখ বন্ধ করে চটপট নাক দিয়ে ঘন ঘন শ্বাস-প্রশ্বাস নিন। প্রতি সেকেন্ডে তিনবার শ্বাস নেয়া ও ছাড়ার চেষ্টা করুন। শ্বাস নেয়া ও ছাড়ার সময়টি একই রকম থাকবে। তার পর কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিন।
- চোখ বন্ধ করুন এবং নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। শ্বাস নেয়ার সময় ১-৫ পর্যন্ত গুনুন। এবার কয়েক সেকন্ডের জন্য দম আটকে রাখুন। এখন দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। সম্পূর্ণ পদ্ধতি অন্তত ছয় থেকে আট বার অনুসরন করুন।
পরামর্শঃ
- করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করুন।
- ধূম পান ত্যাগ করুন।
- ধোঁয়া ও ধুলো এড়িয়ে চলুন।
- প্রোটিন, ম্যাগনেশিয়াম ও ভিটামিন এ, সি, ডি, ই সমৃদ্ধ খাবার খাবেন।
- কুসুম গরম পানি পান করুন।
- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখুন।
- নিয়মিত ১/২ কাপ গ্রীন টি পান করুন।
Spread the love