আমাদের দেশে ইন্টারনেট ইউজারের মধ্যে বড় একটা অংশ হলো সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক ইউজার। নিয়মিত ফেসবুকে আমরা অনেক মূল্যবান সময় ব্যয় করে থাকি। তাই Facebook Shortcuts Key ব্যবহার করে আমরা আমাদের অনেক মূল্যবান সময় বাঁচানোসহ কম্পিউটারে ফেসবুকের ব্যবহারকে আরো সহজ করতে পারি। আসুন জেনে নিই প্রয়োজনীয় এ কী-বোর্ড শর্টকাট গুলো।
১। Home Page দেখার জন্য = Alt+1
২। নিজের Profile দেখার জন্য = Alt+2
৩। Friend Requests এর pop-up দেখার জন্য = Alt+3
৪। Messages এর pop-up দেখার জন্য = Alt+4
৫। Notifications এর pop-up দেখার জন্য = Alt+5
৬। Account Setting দেখার জন্য = Alt+6
৭। Privacy Setting দেখার জন্য = Alt+7
৮। ফেসবুকের ফেসবুক প্রোফাইল দেখতে চাইলে = Alt+8
৯। ব্যবহারের শর্তাবলী = Alt+9
১০। ফেসবুক সার্চ করার জন্য = Alt+?
১১। নতুন মেসেজ লিখার জন্য = Alt+M
কী-বোর্ড শর্টকাট, কী-বোর্ড শর্টকাট
বিঃদ্রঃ- উপরের শর্টকাটগুলো ক্রোম ব্রাউজারের জন্য। ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে এশর্টকাটগুলোর আগে Shift বাটন প্রেস করতে হবে আর ইন্টারনে এক্সপ্লোরার এর ক্ষেত্রে উপরের শর্টকাটগুলো দেয়ার পর Enter Press করতে হবে।