তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত বেসিক বিষয়ে আমাদের সচ্ছ ধারণা থাকা দরকার। কারণ বিসিএস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং যেকোনো ধরণের চাকুরী ও প্রতিযোগীতামূলক পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত প্রশ্ন থাকে। এছাড়া আমাদের সচেতনতা বৃদ্ধির করতে আইসিটি ও কম্পিউটারের খুঁটিনাটি সম্পর্কে জানার বিকল্প নেই। তাই আসুন আজ আমরা প্রশ্নাত্তরের মাধ্যমে আইসিটি সম্পর্কিত বেসিক কিছু বিষয় সম্পর্কে জানব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কিত প্রশ্নোত্তর
১। আধুনিক কম্পিউটারের জনক কে ?
– চার্লস ব্যাবেজ।
২। সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেন কে ?
-অ্যাডা লাভলেস।
৩। সর্বপ্রথম ইন্টারনেট প্রটোকলের ধারণা দেন কে ?
– রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
৪। ফেসবুকের নির্মাতা কে?
– মার্ক জুকারবার্গ।
৫। ফেসবুক কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয় ?
– ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি।
৬। কত সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় ?
– ১৯৭১ সালে।
৭। প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে ?
– রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
৮। কত সালে ই-মেইল সিস্টেম চালু হয় ?
– ১৯৫২ সালে।
৯। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতার নাম কী ?
– উইলিয়াম হেনরি ‘বিল’ গেটস।
১০। বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার কোম্পানির নাম কী ?
– মাইক্রোসফট।
১১। www এর জনক কে ?
– ‘টিম’ বার্নাস-লি।
আরও পড়ুনঃ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যে সতর্কতা অবলম্বন করবেন।
১২। ডিজিটাল কপির অপর নাম কী ?
– সফট কপি।
১৩। VIRUS শব্দের অর্থ কী ?
– তথ্যের ক্ষতিসাধন করা।
১৪। কত সালে ভাইরাসের নামকরণ করা হয় ?
– ১৯৮০ সালে।
১৫। You Tube কী ধরনের সাইট ?
– ভিডিও শেয়ারিং সাইট।
১৬। থাম্বনেইল অর্থ কী ?
– বড় ছবির ক্ষুদ্র সংস্করণ।
১৭। Layer শব্দের অর্থ কী ?
– স্তর।
১৮। পাথ কী ?
– অবজেক্টের প্রান্তরেখা।
১৯। পিক্সেল কী ?
– ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক।
২০। রেজুলিউশন কী ?
– নির্দিষ্ট এককে পিক্সেলের পরিমাণ।
আইটি আইটি