Spread the love

নতুন অভিজ্ঞতা ও অনুসন্ধানের জন্য অনেকেই বিদেশ ভ্রমণ করতে চায়। ভ্রমণের জন্য অনেক পরিকল্পনা থাকলেও ভ্রমণের আগে ও পরে কিছু ভুলের কারণে পুরো আনন্দ নিরানন্দে পরিণত হতে পারে। আপনার ভ্রমণ আনন্দময়, প্রানোবন্ত, নিরাপদ ও স্মৃতির পাতায় ধরে রাখতে আজ আমরা ভ্রমণ শুরুর আগে ও পরে করণীয় কিছু বিষয় নিয়ে আলোচনা করব।

বিদেশ ভ্রমণ শুরুর আগে ও পরে আপনার করণীয়ঃ

  • ভ্রমণে যাওয়ার পূর্বে ভ্রমণসংক্রান্ত যাবতীয় কাগজপত্র ভালোভাবে পড়ে নিন।
  • যেখানে বেড়াতে যাবেন সেখানকার আবহাওয়া সম্পর্কে সচ্ছ ধারণা রাখুন।
  • যে স্থান যাবেন আগে থেকেই সে জায়গার হোটেল বা রিসোর্ট নির্বাচন করে বুকিং দিয়ে রাখুন।
  • আপনি যে জাগায় যাচ্ছেন সেখানে আপনার বন্ধু-বান্ধব থাকলে যাতে প্রয়োজনে আপনাকে সাহয্য করতে পারে সেজন্য ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে পারেন।

  • বেশি দিন ভ্রমণের উদ্দেশ্যে গেলে, চাকাযুক্ত ব্যাগ ব্যবহার করা উত্তম।
  • আপনার ব্যাগে নাম, ঠিকানা ও মোবাইল নম্বর লিখে রাখুন।
  • যে ব্যাগটি বিমানে দিবেন সেটি ২০ কেজি ওজনের মধ্য সীমাবদ্ধ রাখবেন।
  • নিষিদ্ধ কোনো জিনিস সঙ্গে নেয়া এবং অপরিচিত ব্যক্তির দেয়া কোনো কিছু বহন করা ও খাওয়া থেকে বিরত থাকবেন।
  • নিজের ও যারা আপনার সাথে ভ্রমণে যাচ্ছে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরটি কাগজে লিখে ব্যাগে রেখে দিন।

  • যাত্রা শুরুর এক দিন আগেই আপনার মালপত্রের একটি তালিকা তৈরি করুন এবং দেখে নিন সব ঠিকঠাক আছে কি না।
  • মনে রাখবেন সফরকালে টাইম মেনটেইন করা খুবই জরুরী। ৫-৬ মিনিট ঘড়ির কাটা ফাস্ট করে রাখুন। বিদেশে সেকেণ্ডের ব্যবধানে বাস, ট্রেন ও বিমান মিস হয়ে যেতে পারে।
  • যেখানে যাবেন সেখানের দর্শনীয় স্থান ও যাবতীয় বিষয় সম্পর্কে যাত্রাকালীনই পড়াশোনা করে নিলে সফর স্বাচ্ছন্দময় ও সহজ হবে। এক্ষেত্রে গুগল ম্যাপের সহায়তা নিতে পারেন।

  • যে জাগায় সফর করবেন সেখানের প্রকৃত সংস্কৃতি সম্পর্কে সঠিক তথ্য নেয়া এবং বড় শহর দেখার পাশাপাশি গ্রাম-গঞ্জ দেখার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
  • বিমানে লম্বা সফর হলে মাঝে মাঝে  ভিতরে হাঁটা হাঁটি করতে পারেন। যতক্ষণ আকাশে থাকবেন পানি ও জুস বেশি পান করবেন যাতে ডিহাইড্রেশন না হতে পারে।
  • বিমানে ভ্রমণ করা অবস্থায় কান বন্ধ হয়ে গেলে নাক চেপে ধরে জোরে প্রশ্বাস ছাড়লে কান দিয়ে বাতাস বের হয়ে যাবে।
  • নিজের জিনিসপত্র কখনো নজরের বাইরে রাখবেন না।
  • যদি পাসপোর্ট হারিয়ে যায় বাংলাদেশ দূতাবাসে দ্রুত যোগাযোগ করতে হবে।

  • দেশের বাইরে ভ্রমণে গেলে ফ্লাইটের টিকিট, ট্রাভেল ভিসা এবং পাসপোর্টের একটি ফটোকপি সঙ্গে রখুন।
  • একটি ছোট নোটপ্যাড ও কলম সাথে রাখুন। তবে ক্যামেরা নিতে অবশ্যই ভুলবেন না।
  • প্রয়োজনীয় ঔষধ এবং একটি ফাস্টএইড বক্স সঙ্গে রাখুন।

আরও পড়ুনঃ 5 জি যে সুবিধা নিয়ে এলো। জেনে নিন অজানা তথ্য।

  • বেশি জিনিস-পত্রে ব্যাগ ভারী না করে, সেখানকার বর্তমান আবহাওয়া অনুযায়ী পোষাক ও প্রসাধনী নির্বাচন করুন।
  • বিমানের সিটে বসার পর পরই সিটবেল্ট বেধেঁ নিতে ভুলবেন না।
  • অক্সিজেন মাস্ক কীভাবে ব্যবহার করতে হবে এবং কোথায় রাখা আছে বিমানবালার কাছ থেকে জেনে নিন।

  • উড্ডয়নের সময় বিমান একটু ঝাঁকি দেয়, এতে নিম্ন রক্তচাপের রোগীদের কিছুটা সমস্যা হতে পারে তাই এ ধরণের ব্যক্তিরা আসনে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখা উত্তম।
  • বিমানে ব্যাগ হারানো গেলে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান এবং প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিন।
  • যে জাগায় ভ্রমণ করতে যাচ্ছেন সেখানকার স্থানীয়দের সাথে যোগাযোগের চেষ্টা করুন এবং সে জায়গার পরিবেশ ও মানুষের রীতিনীতি সম্পর্কে ভালো ভাবে জেনে নিন। 
  • বিদেশে চলার পথে কেউ আপনার লাগেজ বহন করতে চাইলে রাজি না হয়ে তাকে এড়িয়ে চলুন। কারণ এটি ছিনতাইয়ের কৌশল হতে পারে।

  • আরামদায়ক জুতা বাছাই করুন। বেশি শক্ত ও বেশি নরম জুতা ভ্রমণের সময় ব্যবহার করবেন না।
  • কিছু শুকনো খাবার সঙ্গে রাখুন, ভালো খাবারের ব্যবস্থা না থাকলে এ খাবার দিয়ে ক্ষুধা মিটাতে পারবেন।
  • অতিরিক্ত কিছু টাকা সঙ্গে রাখুন, হঠাৎ কোনোধরণের দুর্ঘটনায় আপনার কাজে লাগতে পারে।
  • কোনো যানবাহন থেকে নামার সময় কোনো কিছু ফেলে গেলেন কি না সেদিকে খেয়াল রাখুন। নামা ও উঠার সময় কখনো তাড়াহুড়ো করবেন না।

বিদেশ ভ্রমণ


Spread the love