Spread the love
5 জি হলো উন্নত প্রযুক্তির ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম। মোবাইল ফোনের পঞ্চম জেনারেশনকে সংক্ষেপে 5 জি বলা হয়। এটি দ্রুতগতির ইন্টারনেট, হিউম্যান টু মেশিন, ভয়েস কলের সুবিধা, ব্লকচেইন, আইওটি, বিগডাটা, রোবোটিকস প্রযুক্তি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে স্মার্ট সিটি, স্মার্ট ফ্যাক্টরি, স্মার্ট হোম, স্মার্ট গ্রিড ইত্যাদি সুবিধা দেবে।
5 জির অজানা সুবিধাঃ
- ইন্টারনেটের গতি বর্তমানের তুলনায় ১০০০ গুণ বেশি বেড়ে যাবে।
- প্রতি সেকেণ্ডে ১০ জিবি পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে।
- ১ মিলি সেকেণ্ডের মধ্যে ভিডিও চালু করা যাবে।
- 4 জি থেকে ১০০ গুণ বেশি লোক ফাইভ জি নেটওয়ার্ক ডিভাইসে থাকতে পারবে।
- স্বল্প পাওয়ার নেওয়ার কারণে আইওটি ডিভাইস ব্যবহার করা যাবে।
- এ নেটওয়ার্ক ৯৯.৯৯৯% চালু থাকবে।
- স্পিড কম বেশি হবে না এবং ১০০% কভারেজ দিতে সক্ষম।
- ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড এক্সপেরিয়েন্স নেয়া অনেক সহজ হবে। যার কল্যাণে একজন ডাক্তার তার চেম্বারে থেকেই রোবোটিক আর্ম ব্যবহার করে দূরে থাকা রোগীর অপারেশন পরিচালনা করতে পারবে।
- 5 জির গড় গতি ১০০Mbps এর বেশি।
আরও পড়ুনঃ জিপিএস ও জিয়াইএস কী? জেনেনিন অজানা তথ্য।
- পিসি বা মোবাইলে ডাউনলোড না করেই হাই-প্রোফাইল সব গেম খেলা যাবে।
- ফাইভ জি নেটওয়ার্ক ৯০% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হবে।
- ডেটা ট্রান্সপার রেট 4 জি থেকে ৩০-৫০ গুণ বেশি হবে।
- গাড়ি চালকগণ সার্ভারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে আরো নির্ভুলভাবে গাড়ি চালাতে পারবে।
- ট্রাফিক তথ্য, লাইভ ম্যাপ, চালক বিহীন গাড়ি, ফোর-কে বা আরও বেশি রেজল্যুশনের ভিডিওর জন্য ফাইভ জি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Spread the love